বিরল ( দিনাজপুর ) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ক্লাইমেন্ট স্মার্ট এগ্রিকালচার এন্ড ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ফার্মারর্স ক্লাইমেন্ট স্মার্ট স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার তেঘরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।
জেলা হটিকালচার সেন্টারের উপ পরিচালক কৃষিবিদ এজামুল হক এর সভাপতিত্বে, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষিবিদ জাফর ইকবাল, ক্লাইমেন্ট এগ্রিকালচারাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ খন্দকার রাশেদ ইফতেখার, ফরাক্কাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হুসেন আলী প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খুরশিদ আলম।
এ সময় স্থানীয় কৃষক, সুধীজন গণ্যমান্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪