দিনাজপুর বার্তা২৪.কম :-
দিনাজপুর প্রানিসম্পদ বিভাগের পক্ষথেকে বন্যায় ক্ষতিগ্রস্থ খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর বাস-টার্মিনাল উপজেলা প্রানিসম্পাদ অফিসে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০জন খামারিদের মাঝে এই গো-খাদ্য বিতরণ করা হয়।
গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান সরকার এই প্রথম ত্রানের পাশাপাশি গো-খাদ্য বিতরণ শুরু করেছে। বন্যায় ক্ষতিগ্রস্থ খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ আইনুল হক, রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, কোতয়ালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪