দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট দেশে রুপান্তরিত করবে। এ লক্ষ্যকে সামনে রেখে দিনাজপুর কৃষি সম্প্রসারন কাজ করে যাচ্ছে। কৃষি হবে স্মার্ট কৃষি। সকল কাজ দ্রæত করবে। তিনি আরও বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। খাদ্যকে কিভাবে নিরাপদ করা যায় সেই লক্ষ্যেই কাজ করছে কৃষি সম্প্রসারণ। সকলকে মাঠ পর্যায়ে কাজ করে নিরাপদ পদ্ধতিতে খাদ্য উৎপাদন করতে হবে।
৭ জুন বুধবার দিনাজপুর সদর উপজেলা পরষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর সদরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে আয়োজিত উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর কৃষি সম্প্রসালন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান এসব কথা বলেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, উপ-প্রকল্প পরিচালক মোঃ রাকিবুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, মনিটরিং কর্মকর্তা মোঃ মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সুরভী আক্তার প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাঠ পর্যায়ে উপ সহকারি কৃষি কর্মকর্তা, প্রানি সম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য অফিসার, সমবায় অফিসার, পরিসংখ্যান অফিসার, উপজেলা খাদ্য নিয়ান্ত্রন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কমকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪