কাহারোল প্রতিনিধি :দিনাজপুরের কাহারোলে বুধবার উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে ক্লাইমেট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মৎস্য চাষী মাঠ দিবস করা হয়েছে। বেলা ১টায় উপজেলার রাজুরিয়া মহেশপুর গ্রামে ঢেপা-পুণর্ভবা ওয়াটার ম্যানেজমেন্ট সাব প্রজেক্ট এলাকার ৪০জন সুফলভোগীর অংশ গ্রহণে অনুষ্ঠিত মাঠ দিবসে স্বাগত বক্তব্যে প্রকল্পের গুরুত্ব ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কাহারোল উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও মাঠ দিবসে দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, কাহারোল উপজেলা খামার ব্যবস্থাপক মোঃ আমানুস সালাম, মৎস্য চাষী যথাক্রমে মোঃ আব্দুস সাত্তার, মোঃ জামিউল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান মোঃ শোহরাব হোসেন, জনার্ধন রায় প্রমুখ বক্তব্য রাখেন । মাঠ দিবসে সুফলভোগী মৎস্য চাষীগণ তাদের অভিজ্ঞতা, সফলতা ও মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ তাদের যে ভাবে সহযোগিতা করেছেন তা তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪