হাবিপ্রবি, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইসিই ক্লাব অব এইসএসটিইউ এর আয়োজনে “৭ দিনব্যাপী হ্যান্ডস অন ট্রেইনিং অন প্রোগ্রামিং সি/ সি++” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২.৩০ মিনিটে ইসিই নেটওয়ার্কিং ল্যাবে উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর আদিবা মাহজাবীন নিতু, ইইই বিভাগের চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, সভাপতিত্ব করেন ইসিই ক্লাবের সভাপতি ও উক্ত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আজকের এই আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সফট স্কিল বৃদ্ধিতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। এ ধরণের কর্মশালা স্মার্ট বাংলাদেশ গঠনের চালিকাশক্তি হিসেবে কাজ করবে। এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে। তবেই এটির সার্থকতা থাকবে। পরিশেষে তিনি উক্ত কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪