বিরল (দিনাজপুর):- বিরল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন হাটে-বাজারে ও মোড়ে ইজিবাইক চালক, রিক্সা ভ্যান চালক ও শ্রমজীবী মানুষের মাঝে অর্ধ-সহ¯্রাধিক ব্যাগ প্রতিটিতে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি তেল, ৪ কেজি আলু প্রত্যেকের হাতে তুলে দেয়া হয়।
সোমবার দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেন সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এবং সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাফ্ফর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ৫নং বিরর ইউপি আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কাঞ্চনঘাট আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল হালিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায়, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক সুবল রায় প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪