বিরল সংবাদদাতা ॥ দিনাজপুরের বিরলে বজ্রপাতে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
৩১ মে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সুমী মহন্ত (১৪)। সে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের খলটু চন্দ্র মহন্ত মেয়ে। স্থানীয় ইউপি সদস্য সরেন চন্দ্র দেবশর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে ভুট্টাক্ষেতে সে গরু আনতে যায়, এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে সে মৃত্যুবরণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪