বিরল সংবাদদাতা ॥ বিরলে বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের বসত বাড়ী ও নির্মাণধীন বাড়ী ভাঙ্চুর ও লুটপাট এর অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে অতর্কিত হামলায় বেশ কয়েক লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবার।
লিখিত অভিযোগে জানান, উপজেলার রাণীপুকুর ইউপি’র মির্জাপুর গ্রামের মৃত উজীর মোহাম্মদ এর ছেলে বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন পুরাতন বসতবাড়ীর পাশে নতুনভাবে ফাউন্ডেশন দিয়ে অপর একটি বাড়ী নির্মাণ করছিলেন। গত শনিবার সকাল ৯ টায় অতর্কিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে তার প্রতিপক্ষের ১৫-২০ জন সঙ্গীয় সন্ত্রাসী লোকজন হামলা চালিয়ে ঘরের চালার সিমেন্টের টিন, কাঠের ও বাঁশের ফ্রেম, এলপিজি গ্যাস সিলিন্ডার, ঘরের আসবাবপত্র ভাংচুর ও নির্মাণাধীন ভবনের ব্লক ভাংচুর এবং লোহার রড ও সিমেন্টের বস্তাসহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এ সময় বাঁধা দিতে গেলে বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনসহ পরিবারের লোকজনকে মারপিট করে আহত করা হয় এবং হুমকি ও ভয়ভীতিতে কেউ এগিয়ে আসার সাহস পায়নি। থানা পুলিশে সংবাদ দেয়া হলে পুলিশ আসার সংবাদ পেয়ে হামলাকারীরা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।
২৭ জুন রোববার এ ব্যাপারে থানায় এজাহার দাখিল এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪