বিরল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরল স্থলবন্দরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির অধিনে৩৩০/৭-এস পিলার এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: আহসান উল ইসলাম, পিএসসি এবং ভারতের বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী পান্নলাল লক্ষরাজ সিং।
এছাড়াও দু-দেশের কোম্বানী ও বিওপি কমান্ডারগন উপস্থিত ছিলেন।
৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: আহসান উল ইসলাম জানান, সীমান্তে শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখা সহ সকল প্রকার চোরাচালান, মাদক পাচার রোধ এবং সীমান্ত হত্যা বন্ধের আলোচনা করা হয় এবং সম্মিলিত ভাবে দায়িত্ব পালনে এক মত পোষন করেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪