দিনাজপুর বার্তা২৪ ডেক্স: শ্রমিকদের ওপর নির্যাতন ও ছাটাই বন্ধ এবং সাপ্তাহে একদিনের ছুটির দাবিতে নগরীতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের আয়োজনে শুক্রবার দুপুরে নগরীর চকবাজার এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সংগঠনের মহানগর সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দেওয়ান আব্দুর রশিদ নীলু, ডাঃ মণিষা চক্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, দোকান মালিকরা কর্মচারীদের বিভিন্নভাবে নির্যাতন ও ছাটাই করছে। এমনকি তাদের বেতন বন্ধ করে দিচ্ছে। এ ধরণের অমানুষিক আচরণ পরিহার করে শ্রমিকদের সপ্তাহে একদিন ছুটি দিতে হবে। তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪