বিরামপুর সংবাদদাতা ॥ দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাসে বিপুল মাদক উদ্ধার ২৫ জনকে আটক করে ১২টি নিয়মিত মামলা দিয়েছে। অন্যদিকে পুলিশের আটক করা ৩১ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ২৭ মে থেকে ২৭ জুন পর্যন্ত এক মাসে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৪৬ বোতল ফেন্সিডিল, ৩৫৮ পিচ ইয়াবা, ২৭৭ পিচ এ্যাম্পল ও কিছু গাঁজা-হেরোইন উদ্ধার করেছে। এসব ঘটনায় থানায় ২৫ জন আসামীকে গ্রেফতার করা হয় এবং ১২টি নিয়মিত মামলা হয়েছে। একই সময় পুলিশ মাদক ব্যবসা, সহায়তা, প্ররোচনা ও সেবনের অভিযোগে ৩১জনকে আটক করলে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩১ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক মাদক ব্যবসায়ী বলেন, বিরামপুর থানার নতুন ওসি সুমন কুমার মহন্ত যোগদানের পর থেকে অনেক মাদক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিয়েছে তার সাথে আমিও আর মাদক বিক্রি করবো না।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান বর্তমানের আমাদের সমাজে মাদক একটি বড় ব্যার্ধিতে পরিণত হয়েছে। তাই এই মাদককে না বলি ,আর প্রতিটি বাড়িতে অভিভাবকে সজাগ থাকতে হবে। যাতে নিজের ছেলে কোন ভাবেই এই মরণ ব্যাধিতে আসক্ত না হয়।
তিনি আরো বলেন আমি এই থানায় যোগদান করার পর মাদক সেবন ও সহায়তাকারিদের ৩১ জনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩১ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন । সেই সাথে বিপুল পরিমানে মাদক সহ ১২টি মামলায় ২৫ জন আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪