বিরামপুর সংবাদদাতা ॥ দিনাজপুরের প্রথম শ্রেণীর বিরামপুর পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের ৪৩ কোটি ৩৫ লাখ ১২ হাজার ১৪৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা হলরুমে ৩০ জুন বুধবার এ বাজেট পেশ করেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।
এসময় পৌর মেয়র আক্কাস আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন, সচিব সেরাফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুণ্ডু ও নাড়ু গোপাল কুণ্ডু, ডাঃ শাহরিয়ার হিমেল, কাউন্সিলর আজাদুল ইসলাম বকুল, অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেজবাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা জাসদ সভাপতি শাহ আলম বিশ্বাস, ওবায়দুল মেনহাজ প্রমূখ। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পৌর কাউন্সিলরবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাজেট শেষে মেয়র অধ্যক্ষ আক্কাস আলী জানান, নতুন কর আরোপ ছাড়াই এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন, মাদক প্রতিরোধ, নারী উন্নয়ন, দারিদ্র বিমোচন, বাল্য বিয়ে প্রতিরোধ এবং নগর অবকাঠামো নির্মাণসহ নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন উন্নয়ন কাজে অধিক গুরুত্ব দিয়ে বিরামপুরকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪