বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা- দিনাজপুরের বীরগঞ্জ উপেজলায় পরিবেশ বিপন্ন করে সরকারি ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বরেন্দ্রনাথ দেব শর্মা নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ১লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রমিজ আলম এই রায় প্রদান করেন। জরিমানাপ্রাপ্ত বরেন্দ্রনাথ দেব শর্মা বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রমিজ আলম বলেন, ‘বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের গান্ডারা গ্রাম দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বরেন্দ্রনাথ দেব শর্মাকে আটক করা হয়। পরিবেশ বিপন্ন করে সরকারি ইজারা ছাড়াই অবৈধভাবে সে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। মঙ্গলবার দুপুরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়। সেই সাথে অবৈধভাবে বালু উত্তোলন করা বন্ধ করে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪