বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥- প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধকল্পে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গৃহবন্দী হয়ে থাকা কর্মহীন- দুঃস্থ মানুষ, গর্ভবতী মায়েদের পুষ্টি খাবার সহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী দরিদ্র ছাত্রদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা নির্বাহী অফিসার মো.ইয়ামিন হোসেন। প্রতিদিনের ন্যায় গতকাল বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শতগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ১ শতাধিক কর্মহীন দুঃস্থ মানুষ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী দরিদ্র ছাত্র সহ গর্ভবতী মায়েদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। এছাড়াও ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ে সর্ণকিশোরী নেটওয়ার্ক এর দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নেটওয়ার্কের সিও ফারজানা ব্রাউনিয়ার প্রেরিত ত্রাণ বিতরণ করেন ইউএনও মো. ইয়ামিন হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪