বীরগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুর- দিনাজপুরের বীরগঞ্জে বজ্রপাতে লিপিকা রাণী (২৮)নামে এক নারী নিহত হয়েছে।
নিহত লিপিকা রাণী বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের জয়দেব রায়ের স্ত্রী।
১২ মে বুধবার দুপুর ২টায় বাড়ীর পাশে জমিতে ঘাস তুলতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে বাড়ীর পাশে জমিতে ঘাস তুলছিলেন লিপিকা রাণী। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। তিনি নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪