ফজিবর রহমান বাবু ॥- দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা দেশের সাফল্যে ঈর্ষান্বিত। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়, যাতে দেশের উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দেয়া যায়। তারা দেশ ও জনগণের কল্যাণ চায় না। এদেশের স্বাধীনতা বিরোধীরা তাই এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।’
মুজিব শতবর্ষের উপহার হিসেবে ১৯ মে বুধবার বিকেলে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৭৯ লাখ টাকা ব্যয়ে আরাজী মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ কাজের উদ্বোধনকালে এমপি গোপাল বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। জাতির পিতার আদর্শে কাজ করে যেতে পারলে দেশকে দ্রুতই উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তাই আমাদেরকে ভবিষ্যতের কথা ভেবে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে অনুপ্রাণিত নেতৃত্ব তৈরির জন্য কাজ করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, শিবরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমূল্য রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৫৬ লাখ টাকা ব্যয়ে মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ কাজের উদ্বোধন, ১৪ লাখ টাকা ব্যয়ে দিঘল পহুড়া সরকারি বিদ্যালয়ের নব নির্মিত বাউন্ডরী ও গেট এর উদ্বোধন ও উপজেলা রিক্সা ও ভ্যান চালক ইউনিয়ন মিলন বাজার স্ট্যান্ড কার্যালয়ের নব গঠিত কমিটির পরিচিত ও আলোচনা সভায় বক্তব্য রাখেন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪