বীরগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বীরগঞ্জে অজ্ঞাত গাড়ী ধাক্কায় কৌশিক রায় (০৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। কৌশিক রায় উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে।
১৩ জুন রোববার বিকেল ৪টায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের দক্ষিণ কোমরপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা দশরথ রায় বাবুল জানান, বটতলা মোড়ে অবস্থিত মা উষা রাণী রায়ের চায়ের দোকান হতে বাড়ী ফিরছিলেন কৌশিক রায়। কিছুদুর যাওয়ার পর অজ্ঞাত একটি গাড়ী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা গুরুত্বর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আফরোজ সুলতানা লুনা বিষয়টি নিশ্চিত করে জানান,হাসপাতালে নিয়ে আসার আগেই কৌশিকের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪