বীরগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল ইসলাম ফুলি (৩৬) ও খায়রুল ইসলাম (৩৫) কে আটক করেছেন বীরগঞ্জ থানা পুলিশ।
২০ জুন রোববার সন্ধ্যায় বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা এর নেতৃত্বে এএসআই মোহাম্মদ আলীসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে পৌরশহরের গোলাপগঞ্জ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, আশরাফুল ইসলাম ওরফে ফুলি ও আমজাদ হোসেনের ছেলে খায়রুল ইসলামকে দ্রুত বিচার আইনের ৪/৫ ও দন্ডবিধি আইনে ৩০৭/৩২৩/৩৫৪/৫০৬(২) ধারা মামলায় আটক করা হয়েছে। বীরগঞ্জ থানার মামলার নাম্বার ২২ তারিখ-২০-০৬-২০২১।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম ফুলি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ২০১৮ সালে বীরগঞ্জ সরকারি কলেজ মোড় এলাকায় অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছিল ফুলি ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪