বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে তিন ঔষধ দোকানের ২০ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বোচাগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও ছন্দা পাল সেতাবগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
তিনি জানান, বাজারে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ বিদেশী ঔষধ, নকল ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল, ইনসুলিন, লাইসেন্স বিহীন ঔষধ ব্যবসা পরিচালনা, সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করার অপরাধে, ১৯৪০ সালের ড্রাগ আইনে বোচাগঞ্জ ফার্মেসীকে ১৫ হাজার, বিসমিল্লাহ মেডিক্যাল ২ হাজার ৫শত, মুনছুর ফার্মেসীকে ৩ হাজার টাকা সহ মোট ২০ হাজার ৫ শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় জেলা সহকারি পরিচালক (ঔষধ ) সুলতান আরেফিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪