বোচাগঞ্জ সংবাদদাতা ॥ ২৭ এপ্রিল মঙ্গলবার সকালে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর অফিস কার্যালয়ে গম সংগ্রহ অভিযান ২০২১ উপলক্ষে লটারীর মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়ন ও সেতাবগঞ্জ পৌরসভা থেকে মোট ২৮১ জন কৃষকের চুড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রত্যেক কৃষক ২৮ টাকা কেজি হিসেবে সেতাবগঞ্জ খাদ্যগুদামে ১মেট্রিক গম সংগ্রহ করতে পারবে। লটারী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আব্দুস সালাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুরুন্নবী, সেতাবগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিব্যেন্দু নাথ, উপ-খাদ্য পরিদর্শক মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী (উদ্ভিদ) সংরক্ষন অফিসার মোঃ রাসেল মামুন সরকার, সেতাবগঞ্জ চাউলকল মালিক সমিতির সভাপতি মোঃ ফয়জুল আলম বাবলু চৌধুরী, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪