মোঃ লতিফুল ইসলাম (ফুল), বোচাগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বোচাগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখীর কারণে সারা দেশের ন্যায় দিনাজপুরের বোচাগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জেলার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানে টহল চেকপোস্ট বসিয়ে লকডাউন বাস্তবায়নের জন্য মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা। কোভিড-১৯ বিস্তাররোধে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে দিনাজপুর জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, দিনাজপুর নির্দেশনায় বোচাগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনাসহ সচেতনতা অভিযান অব্যাহত আছে। উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের নেতৃত্বে, বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় আজকের অভিযানে সহকারী কমিশনার (ভূমি), সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) বিকাশ চন্দ্র রায়, বলেন, সকাল থেকে বিভিন্ন পয়েন্টে কাজ করেছি আমরা। তো দেখেছি যে জনসাধারণ অনেক কম বের হয়েছে। আর বৃষ্টি থাকার কারণে রাস্তা ফাঁকা দেখা গেছে। আমরা যতোজনকে জিজ্ঞেস করেছি তারা প্রয়োজনেই বের হয়েছেন এবং সবাই স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করতে দেখা গেছে। একই সাথে সবাই সরকারের নির্দেশনা মেনে চলেন সে ব্যপারে সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪