বোচাগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রশিদ প্রিন্সিপাল (৮৪) কে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তিনি বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন। ৫ জুলাই সোমবার সকালে বোচাগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়াম্যান, দিনাজপুর জেলার শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রশিদ প্রিন্সিপাল গুরুতর অসুস্থ্য হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় হাসপালের কর্মরত ডাক্তারগণ অধ্যক্ষ আব্দুর রশিদ কে উন্নত চিকিৎসার পরামর্শ দিলে তার পরিবারের সদস্যরা ঐদিনই বিকাল ৪টায় এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় প্রেরণ করে।
উল্লেখ্য অধ্যক্ষ আব্দুর রশিদ, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির শশুর। অধ্যক্ষ আব্দুর রশিদের পরিবারের সদস্যরা তার আশুরোগ মুক্তি কামনা করে বোচাগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন। শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রশিদ কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণকালে সেতাবগঞ্জ পৌর মেয়র মোঃ আব্দুস সবুর, নব নির্বাচিত মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সহকারী কমিশনার (ভুমি) বিকাশ চন্দ্র রায়, সাংবাদিক প্রমুখ সেতাবগঞ্জ বড়মাঠে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪