দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার উপজেলা প্রশাসন এবং ব্র্যাক, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেল্প) এর সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষযক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। এছাড়াও সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী, বোচাগঞ্জ থানার ওসি মোঃ মাহামুদুল হাসান, ডিএম (সেল্প) উত্তম বিশ^াস, ডেপুটি ম্যানেজার (সেল্প) সেলিম রেজা, অফিসার (সেল্প) মোঃ নাসিরুল ইসলাম, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও এবং কাজী প্রতিনিধিসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বাল্য বিবাহের কুফল তুলে ধরার পাশাপাশি বাল্য বিবাহ রোধে অভিভাবকসহ সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪