বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বোচাগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন বলেছেন, কন্যা সন্তান সমাজের বোঝা নয় আশির্বাদ। কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বর্তমান বিশ^ায়নের যুগে মেয়েরা পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে। কন্যা সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে পারলে আগামী প্রজন্ম শিক্ষিত হবে। দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। ইউএনও ছন্দা পাল এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জুলেখা খাতুন, জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাাখার চেয়ারম্যান হনুফা বেগম, পরিসংখ্যান তদন্ত কর্মর্তা মোঃ সাদেকুল ইসলাম প্রমুখ। এবারের প্রতিপাদ্য বিষয় “সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার”।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪