দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুর জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১১১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়। দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৬৭৪ পিস ইয়াবা, ১০০ পিস নেশা জাতীয় ইঞ্জেকশন, ২ দশমিক ৩৫ গ্রাম গাঁজা, ১৩৪ লিটার চোলাই মদ, ২৫৪ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি ২১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি জানান, আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথকভাবে ১০১টি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪