স্টাফ রিপোর্টার ॥ সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অন্যতম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উলেখ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদ, জুয়া ও অন্যায়, দূর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষনা করেছে দেশের মঙ্গলের ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে জন্য শেখ হাসিনার সাথে এ যুদ্ধে আমাদের সকলকেই অংশগ্রহণ করতে হবে।
৫ অক্টোবর শনিবার দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০১৯ উপলক্ষে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ কথা বলেন। তিনি বলেন, মানুষ গড়ার কারিগরই হচ্ছে শিক্ষক সমাজ। শিক্ষকদের মর্যাদা সুসংহত রাখতে শিক্ষার্থীদের নীতি নৈতিকতায় মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে তৈরী করতে হবে। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ব্যাপক কর্ম পরিল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। বছরের প্রথম দিনেই প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেয়া হচ্ছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতার ফলে ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা শূন্যের কোঠায় এসেছে। তিনি বলেন, বিশ্বায়নের যুগে আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষার্থী হিসেবে প্রস্তুত করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।
দিনাজপুর জেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি আহসানুল হক মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাবিপ্রবি’র সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহুল আমিন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সানিউল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার পিপিএম, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুস সালাম, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আহমেদ হোসেন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হামিদ, জামিয়াতুল মোদারেসিন দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ হাসান মাসুদ, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আকতারা পারভীন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেতারা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম। আলোচনার পুর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে জিলা স্কুল প্রাঙ্গণ থেকে শিক্ষকদের বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। এরপর মেডিসিন ক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। শেষে অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকগণের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪