হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিলিতে যথাযথভাবে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় উপজেলার কর্মরত বিভিন্ন এনজিও নারী কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ নানা শ্রেনী পেশার নারীরা অংশগ্রহন করেন।
আলোচনা শেষে নারী দিবসের উপর কুইজ প্রতিযোগীতার আয়োজন করেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এবং ২ জন নারীকে পুরস্কিৃত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪