দিনাজপুর বার্তা২৪.কম :- দক্ষিণ কোরিয়ান সিনেমা ড্যান্সিং কুইন। জনপ্রিয় এই সিনেমার তেলেগু রিমেকে অভিনয় করবেন অভিনেত্রী কাজল আগরওয়াল। এই সিনেমা প্রযোজনা করছেন সুরেশ বাবু। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা কাজলকে সিনেমার প্রস্তাব দিয়েছি এবং তিনি রাজি হয়েছেন। বর্তমানে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রজেক্টটির কিছু বিষয়ে কাজ এখনো বাকি আছে।’ এই সিনেমায় কাজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন আলারি নরেশ। তবে পরিচালনা কে করবেন তা এখনো নির্ধারণ হয়নি। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত কাজল আগরওয়াল। এর মধ্যে রয়েছে বলিউডের মুম্বাই সাগা ও তামিল ভাষার ইন্ডিয়ান-টু। এ ছাড়া দুলকার সালমানের সঙ্গে একটি প্রজেক্টে কাজ করবেন বলে জানিয়েছেন কাজল।
গ্যাংস্টার ঘরানার সিনেমা মুম্বাই সাগা। আশি-নব্বই দশকের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। কাজল ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, জন আব্রাহাম, ইমরান হাশমি, রোহিত রায়, সোমির সোনি, অমল গুপ্তা, প্রতীক বাব্বার প্রমুখ। অন্যদিকে অ্যাকশন-থ্রিলার ঘরানার ইন্ডিয়ান-টু সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কমল হাসান। কয়েকদিন আগে সিনেমাটির শুটিং সেটে ক্রেন দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। আপাতত সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪