খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার বালাপাড়া গ্রামে আগুনে ২৫টি পরিবারের ঘর-বাড়ি, একটি ষাঁড়, আসবাবপত্র পুড়ে ভষ্মীভূত হয়েছে। এতে পরিবার গুলো নিঃস্ব হয়ে পড়েছে।
১ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের বানিয়াপাড়ায় অছিরত (৫৬) এর রান্নাঘর হতে এ অগ্নিকান্ড ঘটে। তাৎক্ষনিক খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক সাজু ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে। তাদের মাঝে কম্বল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হবে। এই করোনা প্রাদুর্ভাব শেষ না পর্যন্ত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলকে বিশেষভাবে অনুরোধ করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪