বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :- পঞ্চগড়ের বোদায় সামাজিক দুরত্ব বজায় রাখতে বোদা বাজারের কাঁচাবাজার বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তর করা করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের নির্দেশে স্থায়ী কাঁচাবাজার মার্কেট হতে অস্থায়ী ভাবে বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে স্থান পরির্বতন করা হয়। করোনা ভাইরাসের কারণে বোদা বাজারের বেশিভাগ দোকান পাঠ বন্ধ থাকলেও মানুষজন কাঁচাবাজারে ভিড় করছেন। কাঁচা বাজারের জায়গা স্বল্পতার কারণে উপজেলা প্রশাসন ফাঁকা মাঠে কাঁচা বাজার স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী জানান, করোনা ভাইরাসের কারণে সমাজিক দুরত্ব বজায় রাখার কারণেই কাঁচাবাজার স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তার করা হয়েছে। বুধবার হতে প্রতিদিন সকাল ছয়টা থেকে দুপুর একটা পযন্ত খোলা মাঠে কাঁচা বাজার করতে সবাই সামাজিক দুরত্ব বজায় রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪