দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলার পাঁচকুড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে।
১৮ এপ্রিল শনিবার দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের পাঁচকুড় উচ্চ বিদ্যালয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র নির্দেশনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও সাবেক ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিদ্যালয়ের ২৮৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাতেন শাহ্, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচকুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাতলুবুল মামুনসহ বিদ্যালয়ের ম্যানোজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।
ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য ও হাত ধোয়ার সাবান বিতরণকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাতলুবুল মামুন বলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নির্দেশনায় সুষ্ঠু ও সুন্দরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য ও হাত ধোয়ার সাবান বিতরণ হচ্ছে। আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও সাবেক ছাত্র-ছাত্রীদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। এভাবে দেশের প্রতিটি স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা যদি এগিয়ে আসে তাহলে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের দূর্ভোগ অনেকটা লাঘব হবে।
তিনি সরকারের পাশাপাশি দেশের এই সংকটময় মুহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি যে যতটুকু পারে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪