প্রেস বিজ্ঞপ্তি।
আর্তমানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিট আজ ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার সকাল ১১ টায় পাহাড়পুরস্থ ইউনিট কার্যালয় মাঠে, করোনা ভাইরাসে কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। ৩ দিন ব্যাপী এই কার্যক্রমের মাধ্যমে পরিবার প্রতি ৭.৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি ডাল ও আধা কেজি সুজি বিতরণ করা হচ্ছে।
দিনাজপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বজলুল হক ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন কনের। এসময় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর ইউনিটের সেক্রেটারী মো. আলাউদ্দিন, কার্যনির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল, রনজিৎ কুমার সাহা, ইউনিট অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন, শহর সমাজ সেবা অফিসার মো. মাইনুল ইসলাম ইউনিটের যুব প্রধান মো. কিবরিয়া জাহিদ এর নেতৃত্বে ৩০ জন যুব স্বেচ্ছাসেবক উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪