বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে\ আজ ২৭ এপ্রিল সোমবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের অফিস কার্যালয়ে বোরা ধান ক্রয় কমিটির মিটিং সমপন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিংএ সর্বসম্মতি ক্রমে সরাসরি কৃষকের কাছ থেকে ১হাজার ১শ ৩২ মেট্রিকটন বোরা ধান ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কৃষকের তালিকা তৈরী করা হচ্ছে তালিকা তৈরী হলে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করে ধান ক্রয় করা হবে।
সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.এইচ.এম তৌহিদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, সেতাবগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিব্যেন্দুনাথ রায়, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ পিয়ারুল ইসলাম, উপজেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলুসহ ক্রয় কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪