বিরামপুর সংবাদদাতাঃ দিনাজপুর জেলার বিরামপুরে র্যাব ১৩ এর ১টি দল অভিযান পরিচালনা করে ১৪৯ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার ২২ জুলাই গভীর রাতে বিরামপুর উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ একই উপজেলার দক্ষিণ দাউদপুর এলাকার আব্দুস সালামের ছেলে নুরে আলম সিদ্দিক (২৭) কে আটক করে র্যাব সদস্যরা।ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক আরও জানান, জিজ্ঞাসাবাদে উক্ত আটককৃত মাদক ব্যবসায়ী অপরাধমুলক কর্মকান্ডের সাথে লিপ্ত থাকার কথা স্বীকার করে। বিরামপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪