স্টাফ রিপোর্টার: দিনাজপুরে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর প্রয়োগ ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মহপরিচালক মোহাম্মদ আতাউর রহমান। সভায় দিনাজপুরের বিভিন্ন পাটকল মালিক, রাইস মিলের মালিক, আড়তদার, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, পাট ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। সভায় ক্ষতিকর পলিথিনের ব্যবহার রোধ করে সকল স্তরে পণ্যের পাটজাত মোড়কের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: শারিফুল ইসলাম, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪