দিনাজপুর : দিনাজপুরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
আজ বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেন (ইকো) এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আমান বাংলাদেশের আয়োজনে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও দিনাজপুর সরকারি কলেজের ৯৮ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৩ লাখ ৩৫ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, ইকো’র দিনাজপুর প্রতিনিধি আরিফুর রহমান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪