দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ দেবীগঞ্জ পৌরসভার নতুন বন্দর এলাকায় মো.খোকন সরকার (৩৪) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দূর্বত্তরা ।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে পৌরসভার নতুনবন্দর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত খোকন সরকার পৌরসভার নতুনবন্দর গ্রামের দুলাল সরকারের বড় ছেলে।
বিভিন্ন জনের কাছ থেকে জানাযায়, বুধবার(২৫ জানুয়ারি) সকালে খোকন তার বাড়ী থেকে ঘাস কাটার জন্য যান। দুপুরে পৌরসভার নতুনবন্দর গ্রামের একটি ভুট্টা ক্ষেতের পাশে খোকনের জবাই করা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল হোসেন জানান, সুরাতল করার পরে ময়না তদন্তের জন্য নিহতের মৃতদেহ মর্গে পাঠানো হবে।
তিনি বলেন, তাৎক্ষণিক ভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্তেরকাজ শুরু করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্র¯ততি চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪