প্রেস বিজ্ঞপ্তি হাবিপ্রবি, দিনাজপুর: বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে বিশ্বটেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন। অতপর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম-এর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
দিবসের তাৎপর্যের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মেহেদী ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন মো. আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. জামিল সুলতান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আদিবা মাহজাবীন নিতু এবং শিক্ষার্থীদের পক্ষে রিপন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, আধুনিক যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করছে। জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি জিডিপির প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ নানা ক্ষেত্রে টেলিযোগাযোগ অবদান রাখছে। উক্ত অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪