দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুরে বালুবাড়িস্থ সেভিল স্কুল এন্ড কলেজের পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
৩১ জুলাই সোমবার সকালে ক্যাম্পাস অডিটোরিয়ামে উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর পিয়ারউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র-২ রেহাতুল ইসলাম খোকা। সেভিল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মতিয়ার রহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ফয়সল হাবিব সুমন।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, প্রত্যেককে ভাল মানুষ হতে হবে। সেই সাথে মাদক থেকে মুক্ত থাকতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। বিশেষ অতিথি বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে।
বক্তব্যশেষে প্রধান অতিথি সেভিল স্কুল এন্ড কলেজের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪