দিনাজপুর বার্তা২৪.কম :-দিনাজপুর সেন্ট যোসেফস্ স্কুলের ৬৫তম বর্ষপূর্তি পুনর্মিলনী উৎসব ২০১৭ উপলক্ষে ওই স্কুলের এক্স-এলামনাই এসোসিয়েশনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শনিবার সকাল ১০টায় গনেশতলাস্থ স্কুল ক্যাম্পাস থেকে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান অতিথি বেলুন উড়িয়ে উৎসবের শুভ সুচনা করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বী, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম। সেন্ট যোসেফস্ স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার খ্রীস্টিনা লিপি দেশাইয়ের সভাপতিত্বে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ঢাকা’র আহবায়ক নিয়ামত আলী খোকন, প্রাক্তন ছাত্র (প্রথম ব্যাচ) জাহিদ-উর-রহিম, ৬৫ বছর উদযাপন কমিটির আহবায়ক একেএম মেহেরুল্লাহ বাদল, প্রাক্তন প্রধান শিক্ষিকা সিস্টার টিচিয়ানা ডিসোজা, সিস্টার আগষ্টিনা কস্তা প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রোমানা ফারজানা সাথী ও সানজানা চৌধুরী ইলোরা। এতে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪