স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধীরা সমাজে অন্য দশ জনের মতো শারীরিক অক্ষমতাকে নিয়ে ঘরে বসে নেই। সমাজে সাথে তাল মিলিয়ে সংগ্রাম করে এগিয়ে যাচ্ছে।
বুধবার রামডুবি হাট স্কুল ও কলেজ কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে লিটন। সে সুন্দরবন ইউনিয়নের ললিত চন্দ্র রায়ের পুত্র ও সদরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। লিটন জন্মের পর থেকে প্রতিবন্ধী বলে সূত্র জানায়। তার দু হাত ও দু পা অচল। পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায় অলস ডান হাতে কলম হাটুর উপর ভর দিয়ে পরীক্ষা দিচ্ছে। তাকে স্থান করে দেওয়া হয়েছে টেবিলের উপর। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নির্মল কুমার রায়। তিনি বলেন প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। দেশের উন্নয়নে এরাও কাজে লাগবে। এদের উৎসাহ দিয়ে সামনে এগিয়ে নিতে হবে। প্রতিবন্ধীদের উপহাস করা যাবে না। জেএসসি পরীক্ষা কেন্দ্রের পরিচালক রামডুবি হাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ফরমান আলী জানান,মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৪ জন,উপস্থিত ৪৩৫ জন এবং ৯ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি সমাজ সেবক মম্মর্থ নাথ জানান,সুন্দর ও সুষ্ঠ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কোনো রকম সমস্যা নেই। তিনি অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।#
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪