হিলি প্রতিনিধি://
যে ছিলো পড়ার সাথী, খেলার সাথী, সকলের সঙ্গি হিলির দশম শ্রেনীতে পড়–য়া মেধাবী ছাত্রী ”প্রিয়া রানী”। আকর্ষিক সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে শোকসভার আয়োজন করেছে ছাতনী চৌমহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
আজ শনিবার দুপুরে বিদ্যালয় অঙ্গনে প্রধান শিক্ষক সুবীর কুমার সরকারের সভাপতিত্বে এই শোকসভাটি অনুষ্টিত হয়। শোকাহত সকলেই কালো ব্যাচ ধারন করেছে এবং দু’দিনের শোক ঘোষনা করেছে বিদ্যালয়টি।
হাকিমপুর উপজেলার সাদুরিয়া গ্রামের প্রকাশ চন্দ্র মন্ডলের একমাত্র মেয়ে প্রিয়া রানী। সে তার কাকা বলাই চন্দ্র মন্ডলের সাথে ফুলবাড়ীতে আত্মিয়র বাড়ীতে শ্রাদ্ধ অনুষ্টানে যাওয়ার জন্য কাকার মটরসাইকেলে চেপে বসে। পথে শুক্রবার দুপুরে বিরামপুর সোনালী ব্যাংকের সামনে মটর সাইকেল থেকে সে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় বালি বোঝাই ট্রলি দ্রুতবেগে যাওয়ার সময় চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে প্রিয়া রানী মারা যায়।
পুলিশ ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪