দিনাজপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এর আদর্শে অনুপ্রানিত হয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দিনাজপুরে গঠিত হয়েছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের আহবায়ক কমিটি।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুর পলিটেকনিক ইন্সিটিউট মিলনায়তনে মো: লুৎফুল করিব বকুল কে আহবায়ক ও মো : শহিদুল ইসলাম কে সদস্য সচিক করে ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটি গঠন অনুষ্ঠানে বক্তরা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসন সহ ৬টি আসনেই আওয়ামীলীগের প্রার্থীদের বিজয়ে কিভাবে ভূমিকা রাখা যায় সে ব্যাপারে আলোকপাত করেন।
এসময় বক্তব্য রাখেন সাবেক জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোখলেসুর রহমান, আইডিইবি দিনাজপুর শাখার সভাপতি মো: আকরাম আলী মিঞা, সাধারণ সম্পাদক মো: আব্দুল আউয়াল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আলতাফ হোসেন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪