স্টাফরিপোর্টার \ এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামডুবি হাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নে রামডুবি হাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি শিক্ষার্থীদের আনন্দ ঘন পরিবেশে স্কুল ও কলেজ মাঠে সকাল ১১ টার সময় প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি শিক্ষাবিদ বাবু মন্মথ নাথ রায়ের সভাপতিত্বে ও রসায়নবিজ্ঞান প্রভাষক পরাঞ্জয় রায়ের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফরমান আলী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা প্রভাষক আব্দুল হাকিম, ইংরেজী প্রভাষক সেলিম আকতার, পদার্থবিজ্ঞান প্রভাষক খোরশেদ রানা, গর্ভনিং বডির সদস্য মোঃ ফয়জার আলী, অফিস সহকারী সঞ্জিব রায়। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বর্ষা রায়, মনি আক্তার প্রমূখ। সূত্র জানায় এইচএসসি ২০২১ ইং ব্যাচের মোট শিক্ষার্থীর সংখ্যা ১১৩ জন। শিক্ষার্থীদের ফুল ও পুরস্কার দিয়ে বিদায় জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪