ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
ফুলবাড়ীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শুন্য! বুধবার (৮ ফেব্রয়ারী) প্রকাশিত এইচ.এস.সি পরিক্ষার ফলাফলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উচ্চ-মাধ্যমিক, বিএম (ভকেশনাল) ও মাদ্রাসা পর্যায়ের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় মাত্র একজন শিক্ষার্থী। ওই শিক্ষার্থীও প্রকাশিত ফলাফলে দেখা যায় ফেল করছে। প্রতিষ্ঠানটি উপজেলার উত্তর লক্ষিপুর স্কুল এন্ড কলেজ।
প্রকাশিত ফলাফলে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এইচ.এস.সি পরীক্ষায় অংশ নেওয়ার কথাছিল ৪জন শিক্ষার্থী,কিন্তু পরীক্ষায় ৩ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে, ফলে পরীক্ষায় অংশ নেয় মাত্র একজন শিক্ষার্থী। সেই শিক্ষার্থীও ফেল করেছে। ফলে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের হার শুন্য দেখায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালে অনুষ্ঠিত এইচ.এস.সি পরীক্ষায় উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান মোট ১ হাজার ৯০১ জন শিক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহণ করে। এর মধ্যে ১৩০ জন জিপিএ-৫ সহ পাস করেছে ১ হাজার ৩৫৭ জন। উপজেলায় শতকরা পাশের হার ৭১ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে ফুলবাড়ী সরকারি কলেজ সর্বচ্চ ৪৬টি জিপিএ-৫ পেয়েছে এবং ফুলবাড়ী বিএম কলেজ (তেতুঁলিয়া) থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ পাস করেছে।
ফলাফল নিয়ে কথা বললে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল জানান, উপজেলায় ২০২২ সালে অনুষ্ঠিত এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে সকল প্রতিষ্ঠান মোটামুটি ভাল করেছে; উপজেলায় মোট পাসের হার ৭১ দশমিক ৩৮ শতাংশ। তবে একটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। বিষয়টি খুবই দুঃখ জনক। প্রতিষ্ঠানটির গাফিলতি ও দায়িত্বে অবেহেলার কারণে এমন হয়েছে বলেই আমি মনে করি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪