
দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে স্মার্ট শিক্ষার্থীরাই। ভাল ফলাফল করে দেশকে এগিয়ে নিতে হবে। একটি শিক্ষিত জাতি দেশকে উন্নত দেশের কাতারে পৌছে নিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে উন্নত করেছেন। তিনি বলেন, দেশ ও দেশের মানুষের উন্নয়ন করার জন্য শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু বিএনপি দেশকে পিছিয়ে দেয়ার জন্য নানানমুখী ষড়যন্ত্র করছে।
৪ মার্চ শনিবার দিনাজপুর সদরের ৮নং শংকরপুর ইউনিয়নের পাঁচকুড় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাজমা রহিম ফাউন্ডেশনের বৃত্তি প্রদান, ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান স্টল পরিদর্শন ও দীক্ষা প্রদান এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নাজমা রহিম ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
পাঁচকুড় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল বাতেন শাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম, জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাঃ নাদিরা সুলতানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,এমবিএসকের নির্বাহী প্রধান রাজিয়া সুলতানা প্রমুখ। সঞ্চালনে ছিলেন পাঁচকুড় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাতলুবুল মামুন। এর আগে জাতীয় পতাকা উত্তোল করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এর পর এক মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ |
আছর | বিকাল ৩:৩৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ |
এশা | রাত ৬:৩৫ অপরাহ্ণ |