ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে – হুইপ ইকবালুর রহিম এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ১৫, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। আজকের শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশের কারিগর হবে। তাই শিক্ষিত জাতি গড়তে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, ২০৩১ সালের মধ্যে উচ্চ মাধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধ এবং জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। সেই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এ দেশ আরও কখনো পিছিয়ে যাবে না। দেশকে যারা পিছনে নিয়ে যেতে চায় তাদেরকে জনগন প্রত্যাখান করেছে। উন্নয়নের জন্য বারবার জনগন নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছেন। আজকে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির দেশ থেকে উন্নয়নশীল দেশের পরিনত হয়েছে। শেখ হাসিনার সরকারের আমলে মানুষের আর্থিক উন্নয়ন হয়েছে।
তিনি আরও বলেন, দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এই অর্থনৈতিক অঞ্চল হলে বেকার যুবকদের কর্মসংস্থান হবে। বিএনপি-জামায়াতের আমলে বেকারদেরকে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করা হয়েছে। এখন আর তা হয় না। বেকারদের কর্মসংস্থানের জন্য দেশের উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনা নানা উদ্যোগ গ্রহন করেছে। মানুষ শান্তিতে বসবাস করছে।
১৫ মার্চ বুধবার দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রাণীগঞ্জ এহিয়া হোসেন হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাণীগঞ্জ এহিয়া হোসেন হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, উপসচিব মোরার্জি দেশাই, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, ৩ন ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অভিজিৎ বসাক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোতাহার হোসেন, কোতয়ালী ওসি তানভীরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ বিপাশ বসাক প্রমুখ। সঞ্চালনে ছিলেন শিক্ষিকা মমতাজ পারভীন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।