দিনাজপুর প্রতিনিধি : বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি২০২৪) শিক্ষাবোর্ডের এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনের পরীক্ষায় ১০৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে ওই দিনের পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনের পরীক্ষায় ১ লাখ ৭০ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ১০৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ছিল শুন্য দশমিক ৬১ শতাংশ।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুর জেলায় ১৭৪ জন, গাইবান্ধায় ১৫৮ জন, নীলফামারীতে ১০৬ জন, কুড়িগ্রামে ১৩০ জন, লালমনিরহাটে ১০৬ জন, দিনাজপুরে ১৭৭ জন, ঠাকুরগাঁয়ে ১১৬ জন ও পঞ্চগড় জেলায় ৭৬ জন।
উল্লেখ্য, এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সর্বমোট ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
আগামী ১২ মার্চ এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে। আর ১৩ মার্চ হতে ২০ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪