দিনাজপুর বার্তা২৪ ডেক্স: আশাশুনি উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের এক সভা গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি মহিলা ডিগ্রী কলেজে সকাল ১০.৩০ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক প্রভাষক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আহবায়ক প্রফেসর এম সুশান্ত। বিশেষ অতিথি ছিলেন, প্রভাষক ফিরোজ কবির, প্রভাষক পার্থ সারথি সেন, ডাঃ হারুনর রশিদ, হাবিবুর রহমান, অধ্যক্ষ জাহিরুল আলম ও জাফর আলী। সভায় আশাশুনি উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক পরিমল কুমার দাশ, প্রভাষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, সুশান্ত মন্ডল, আবুল কালাম আজাদ, এস এম আলাউদ্দিন, আবুল কালাম, প্রদর্শক নূরুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় স্বাধীনতা শিক্ষক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য সমাবেশে যোগদিতে আশাশুনি থেকে শিক্ষকদের এশটি দল যাওয়ার সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪