দিনাজপুর বার্তা২৪ ডেক্স: চিরিরবন্দরে আমবাড়ী মহিলা কলেজে এইচএসসি পরিক্ষার্থীনি ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজ মাঠে একাদশ শ্রেণীর ছাত্রীদের আয়োজনে এইচএসসি পরিক্ষার্থীনি ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার মোঃ আব্বাস আলী। কলেজ অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, উপাধ্যক্ষ গোলাম রব্বানী, প্রভাষক আব্দুল আউয়াল প্রমূখ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪